অমরেশ দত্ত জয়ঃ চাঁদপুরে কৌশল পাল্টানো ইলিশ পাচারকারী যাত্রীবাহি ট্রলারে কোষ্টগার্ডের ট্রহলরত টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫’শ কেজি ইলিশ উদ্ধার করেছে।
২৫শে অক্টোবর শুক্রবার রাতে এ অভিযান চালানো হয়।
জানা যায়, স্টিলবডি ট্রলারটি কয়েক’শ যাত্রীসহ তাদের জামাকাপড় ও মালামালের ব্যাগে করে ইলিশ পাচার করছিলো। যা মতলব উত্তরের বাকেরপুর থেকে একলাছপুরের উদ্দেশ্যে যাচ্ছিলো। ওই ট্রলারটি মতলব উত্তরের বরোচর গ্রামের হারুনুর রশীদ হাওলাদারের ছেলে গিয়াসউদ্দিনের নেতৃত্বে নদীতে চলছিলো। পরে মাঝ নদীতে কোষ্টগার্ড স্টিলবডি ট্রলার থামিয়ে ইলিশ মাছগুলো উদ্ধার করে। চলতি পথে আরো একটি কাঠবডি ট্রলার থেকেও ইলিশ উদ্ধার করা হয়।
এদিকে এদিনে উদ্ধারকৃত প্রায় ৫’শ কোজি ইলিশ পরে ১২টি মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।
এ বিষয়টি নিশ্চিত করে অভিযানে অংশ নেওয়া মৎস কর্মকর্তা ওহিদুজ্জামান বলেন,মা ইলিশ রক্ষায় অসাধু জেলেদের সাথে কোন আপোষ নেই। নদীতে জেলা টাস্কফোর্সের সমন্বয়কমিটির অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে নদীতে মা ইলিশ রক্ষায় ২৪ ঘন্টা ৩টি টিম ও ১ টি জাহাজ নিয়ে কোষ্টগার্ড তৎপর রয়েছে জানিয়ে কোষ্টগার্ড চাঁদপুরের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট নুরুল আনোয়ার নাহিদ বলেন,আমরা মা ইলিশ রক্ষায় ১৪ই অক্টোবর থেকে অভিযান শুরু করেছি।যা ৪ই নভেম্বর পর্যন্ত চলবে।জেলা টাস্কফোর্সের সমন্বয়ে নদীতে অসাধু জেলে চক্রের বিরুদ্ধে ট্রহলদান অব্যাহত থাকবে।