অমরেশ দত্ত জয়ঃ চাঁদপুরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প এর আওতায় জেলা পর্যায়ে অবহিতকরণ সেমিনার জেলা প্রশাসন ও জেলা মৎস দপ্তরের আয়োজনে করা হয়েছে।
৭ই ডিসেম্বর মঙ্গলবার উপজেলা পরিষদ হল রুমে এ সেমিনার করা হয়।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক অন্জনা খান মজলিশ বলেন, আমরা চাইছি ইলিশের উৎপাদন কোনভাবেই বাঁধাগ্রস্থ না হউক। সেজন্য নিজ দায়িত্ববোধ থেকে সকলে ঐক্যবদ্ধভাবে ইলিশ সম্পদের উন্নয়নকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা চাই।
এতে স্বাগত বক্তব্য রাখেন জেলা মৎস কর্মকর্তা গোলাম মেহেদী হাসান। এছাড়াও অনুষ্ঠানে ‘ইলিশের বাড়ী চাঁদপুর’ নামে স্বরচিত কবিতাটি পাঠ করেন ছড়াকার ডা. পীযূষ কান্তি বড়ুয়া।
এ সময় আরও বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা মৎস অধিদপ্তরের সহকারী মৎস কর্মকর্তা মাহবুব রশীদের সঞ্চালনায় সেমিনারে আরো বক্তব্য রাখেন মৎস অধিদপ্তরের ইলিশ প্রকল্পের পরিচালক জিয়া হায়দার চৌধুরী,কুমিল্লা বিভাগীয় মৎস বিভাগের উপ-পরিচালক আব্দুস ছাত্তার, কোষ্টগার্ড চাঁদপুরের স্টেশন কমান্ডার ল্যাফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ান, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, নৌ পুলিশ অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন সিকদার, মৎস সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের সহকারী পরিচালক কর্মকর্তা শামছুল আলম পাটওয়ারী প্রমূখ।
সেমিনারে উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন জেলে প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা মালেক দেওয়ান, মানিক দেওয়ান, শাহআলম মল্লিক, গণমাধ্যমকর্মী শাওন পাটওয়ারী প্রমূখ।