... বিস্তারিত
চাঁদপুরে এই প্রথম নাভানা হাসপাতালে লেজার সার্জারীতে পাইলসের অপারেশন
কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজ ও হাসপাতালের সার্জারী বিভাগের প্রধান অধ্যাপক ডা. নাসির উদ্দীন মাহমুদ চাঁদপুরে লেজার সার্জারীর এই সেবা দিচ্ছেন।
তিনি চাঁদপুর শহরের স্টেডিয়াম সড়কস্থ নাভানা হাসপাতালে ( প্রাইভেট) বসেন এবং সপ্তাহের প্রতি মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এই হাসপাতালে পাইলসের রোগী দেখছেন।
অধ্যাপক ডা. নাসির উদ্দীম মাহমুদ একজন ইউরোলজী, জেনারেল, ল্যাপারস্কোপিক, লেজার ও এন্ডোস্কপিক সার্জন বিশেষজ্ঞ। তিনি এমবিবিএস, এফসিপিএস (সার্জারী), এমআরসিএস (গ্লাসগো-ইউকে), এফএসসিএস (আমেরিকা), পোস্ট ফেলোশীপ ট্রেনিং ইন ল্যাপারস্কোপিক সার্জন (বিএসএমএমইউ), ফেলোশীপ ট্রেনিং ইন এন্ডোস্কেপিক সার্জারী (জেডজেডএম ইউ-চীন) ট্রেইন্ড ইন লেজার সার্জারী (ভারত)।
জানা যায়, লেজার এক ধরনের আলো। এটি পাইলসে প্রয়োগ করলে এটি চুপসে স্বাভাবিক হয়ে যায়। ফলে পাইলস নিরাময় হয় কিন্তু কোনো কাটা ছেঁড়া পড়ে না। ফলে রক্তক্ষরণ হয় না, মলদ্বার চেপে যাওয়ার আশঙ্কা থাকে না। ব্যথা কম হয় এবং অল্প সময়ে ১দিন পরেই রোগী স্বাভাবিক কাজকর্মে ফিরে যেতে পারে। যে কারণে পাইলসের লেজার চিকিৎসা বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে জনপ্রিয়তা অর্জন করছে ও গ্রহণযোগ্যতা পেয়েছে।