... বিস্তারিত
চাঁদপুরে এসএসসি ৯৮ ব্যাচের পক্ষ থেকে শীতার্তদের মাঝে বস্ত্র বিতরণ
সজল চন্দ্র দাসঃ চাঁদপুরে এসএসসি ৯৮ ব্যাচের পক্ষ থেকে অসহায় শীতার্ত হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকেলে চাঁদপুর সরকারি কলেজ প্রাঙ্গণে ৫০০ কম্বল বিতরণ করা হয়েছে।
চাঁদপুর পৌর মেয়র অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন।
এসময় প্রধান অতিথি চাঁদপুর পৌর মেয়র অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েল বলেন, ৯৮ ব্যাচের বন্ধুরা শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করে উদারতার পরিচয় দিয়েছে। তাদের মতো অন্যান্য পেশাজীবী ও স্বেচ্ছাসেবী সংগঠনরা এগিয়ে আসা প্রয়োজন। আমরা করোনাকালীন এই দুর্যোগ মোকাবেলা করব ও অসহায়দের সহযোগিতার হাত বাড়িয়ে দেব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ অসিত বরণ দাস।
এ সময় চাঁদপুর জেলার বিভিন্ন স্কুলের ৯৮ ব্যাচের বন্ধুরা উপস্থিত থেকে বস্ত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন করেন।
৯৮ ব্যাচের মিলন মেলা কে সামনে রেখে চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে বন্ধুরা এসে একত্রিত হয়ে সিদ্ধান্তক্রমে পরবর্তীতে প্রোগ্রাম সুন্দরভাবে সম্পন্ন করার পরিকল্পনা করেন।
সকল পর্যায়ের বন্ধুরা একত্রিত হয়ে ঐক্যবদ্ধ ভাবে ৯৮ ব্যাচের মিলন মেলাকে সুন্দর ভাবে সম্পূর্ণ করার জন্য সকলের কাছে সহযোগিতা ও অনুরোধ জানান।