স্টাফ রিপোর্টারঃ চাঁদপুরে ওয়াইডাব্লিউসিএ নার্সারী স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে বিভিন্ন ফলজ বনজ ও ঔষুধী গাছের চারা বিতরণ করা হয়েছে। বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচী হিসেবে এই গাছের চারা বিতরণ করা হয়।
১৯ জুন সোমবার সকালে স্কুলের শিক্ষার্থীদের নিয়ে এই পরিবেশ দিবস করা হয়।
জানা যায়, গত ৫ জুন ছিলো বিশ্ব পরিবেশ দিবস। কিন্তু ঐ দিন স্কুলটি বন্ধ থাকায় পূর্ব নির্ধারিত কর্মসূচী অনুযায়ী এই পরিবেশ দিবস করা হয়। দিবসকে ঘিরে শিক্ষার্থীদের হাতে নিম গাছ, লেবু গাছ, জলপাই গাছসহ বিভিন্ন ধরনের চারা গাছ তুলে দেয়া হয়। যা আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে তুলে দেন ওয়াইডাব্লিউসিএ নার্সারী স্কুলের প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত কবিতা সাহা।
এসময় পরিবেশ ক্লাবের মডারেটর সহকারী শিক্ষিকা হাসিবা আক্তার, জেসমিন দাস গুপ্তা, সহকারী শিক্ষিকা খাদিজা আক্তার, তুলি ভঞ্জ, লিপি সূত্রধরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এদিন ওয়াই ডাব্লিউসিএ অবৈতনিক স্কুলের প্রায় ১২০ জন শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের উপস্থিতিতে এই চারা বিতরণ করা হয়।
এর আগে একই দিন দিবসকে ঘিরে একটি আলোচনা সভা হয়।
এতে উপস্থিত ছিলেন ওয়াই ডাব্লিউ সি এ অব চাঁদপুরের কমিউনিটি অর্গানাইজার এলিজাবেথ বিশ্বাস, অবৈতনিক স্কুলের সহকারী শিক্ষক মাসুমা আক্তার, লিলি দাস, সাধনা বৈরাগী এবং নার্সারী স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) কবিতা সাহাসহ অভিভাবকবৃন্দ।