প্রেস বিজ্ঞপ্তি : নিত্যপণ্য মূল্যবৃদ্ধি রোধ, গ্যাসের মূল্যবৃদ্ধি কমানো, কৃষি-শিল্পবান্ধব বাজেট প্রণয়ন, লোডশেডিং বন্ধ ও তদারকি সরকার প্রতিষ্ঠার দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চাঁদপুর সদর উপজেলা কমিটির উদ্যোগে শহরের শপথ চত্বরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় ৯ জুন,শুক্রবার বিকাল ৪ টায়।
চাঁদপুর সদর উপজেলা কমিটির সদস্য কমরেড জহির উদ্দিন বাবরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড জাকির হোসেন মিয়াজী, জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড জাহাঙ্গীর হোসেন, জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক দুলাল চন্দ্র দাস, যুব নেতা সাইফুল খান রাজিব।
জেলা কমিটির সভাপতি কমরেড জাকির হোসেন মিয়াজী বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যবৃদ্ধির লাগাম টানা হচ্ছে না। মানুষের আয় কমে যাচ্ছে। করোনাকালীন বেকারদের এখনও পুনর্বাসন হয় নি। একদিকে কোটি মানুষ বেকার অপরদিকে জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া। এদিকে বিদ্যুতের লোডশেডিং এ মানুষ অতীষ্ঠ। সবকিছু মিলে জীববযাত্রা দুর্বিষহ হয়ে উঠছে।
ব্যবসায়ী সিন্ডিকেটদের বিরুদ্ধে কোন ব্যবস্হাই নিতে পারছে না। নেয়া সম্ভবও না। কারণ বড় বড় ব্যবসায়ীরাই সরকারের মন্ত্রী,উপদেষ্টা, এমপি। এদের দ্বারা আজ দেশের ভাগ্য উন্নয়ন কোনভাবেই সম্ভব না।
জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক কমরেড জাহাঙ্গীর হোসেন বলেন, বিএনপি-আওয়ামী লীগ বুর্জোয়া মেরুকরণের বাইরে আমাদের দাঁড়াতে হবে। আজকে দুর্বিষহ অবস্হার চরম পরিণতি দেখছি, তা বিএনপি-জামাত এবং জাতীয় পার্টি সরকার আমলেও দেখেছি। যার ফলে ধনী আরও ধনী হয়েছে গরীব আরও গরীব হয়েছে। মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিয়ে গণতন্ত্রকে পুনরুদ্ধার জরুরি। তাই অবিলম্বে তদারকি সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দিতে হবে।
এখনই সময় দ্বি-দলীয় বৃত্তের বাইরে বামপন্হা শক্তি গড়ে তোলা। তাই কমিউনিস্ট পার্টিকে শক্তিশালী করা ছাড়া কোন পথ নেই।