মোঃ হোসেন গাজীঃ চাঁদপুরের ঐতিহ্যবাহী মিষ্টান্ন বিতান কিষ্ট ক্যাফের পরিচালক ও সংগঠক বীর মুক্তিযোদ্ধা অজিত সাহার ৭৩ তম জন্মদিন উদযাপিত হয়েছে।
২৬ মে শুক্রবার রাতে শহরে জীবনদীপের উদ্যোগে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে এ জন্মদিন উদযাপিত হয়।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিনয় ভূষণ মজুমদার, জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি কৃষ্ণা সাহা, জেলা হিন্দু মহাজোটের সভাপতি রতন দাস, সাধারণ সম্পাদক রঞ্জিত, জীবনদীপের উপদেষ্টা বাসুদেব মজুমদারসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে সকলে বীর মুক্তিযোদ্ধা অজিত সাহার দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন।