স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড চাঁদপুর জেলা শাখার উদ্যোগে শিক্ষকদের সম্মানে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (১১ এপ্রিল) চাঁদপুর শহরের ওয়ারলেস বাজার মাদ্রাসা ভবনে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি হেদায়েতুল্লাহ কাসেমী।
বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা ইসলামী আন্দোলনের জয়েন্ট সেক্রেটারি মাওলানা বেলাল হোসাইন রাজী, সহ প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক এইচ.এম নিজাম, জেলা শ্রমিক আন্দোলনের সভাপতি মাওলানা আবুল বাশার, কোরআন শিক্ষা বোর্ডের জেলা সাধারণ সম্পাদক মাওলানা আবুল হাসানাত, জেলা ছাত্র আন্দোলনের সভাপতি মোঃ সেলিম হোসাইন, জেলা যুব আন্দোলনের সাধারণ সম্পাদক হাফেজ শাহাদাত হোসেন, কোরআন শিক্ষা বোর্ডের মাওলানা আল আমিন, মাওলানা ইমরান হোসাইন, মওলানা বোরহান উদ্দিন, হাফেজ মাহমুদুল হাসান, মাওলানা আব্দুল কাদের ও মাওলানা ইসহাক।
আলোচনা সভায় প্রধান অতিথি কোরআন শিক্ষার উপর গুরুত্ব আরোপ বিভিন্ন বক্তব্য রাখেন।