নিজস্ব প্রতিনিধিঃ চাঁদপুরে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে কথা বলে তাদের বুজিয়ে ঘরে ফেরালো জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
১৬ জুলাই মঙ্গলবার বিকালে শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবীতে আন্দোলনের উদ্দ্যেশ্যে জড়ো হন।
পরে তারা দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের ওপর হামলার বিচারের দাবিতে বিক্ষোভ করেন এবং মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ শুরু করে। এরপর মিছিলটি শহরের মিশন রোড সড়ক ও স্টেডিয়াম রোড সড়ক পদক্ষিণ করে বাস স্ট্যান্ড পর্যন্ত আসলে জেলা ছাত্রলীগ সভাপতি জহির উদ্দিন ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের নেতৃত্বে ছাত্রলীগের একটি বহর শিক্ষার্থীদের সাথে বিনয়ের সাথে আলোচনা করে এবং এক পর্যায়ে তাদেরকে বুজিয়ে বাড়ি পাঠিয়ে দেয়।
এদিকে এর পরপরই বাঙালির মহান স্বাধীনতাকে কটাক্ষ, একাত্তরের ঘৃণিত গণহত্যাকারী রাজাকারদের প্রতি সাফাই এবং আন্দোলনের নামে অস্থিতিশীলতা তৈরির প্রতিবাদে চাঁদপুর জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। এতে জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান তৃপ্তিসহ অনেক সাবেক নেতাদের অংশ নিতে দেখা যায়।
এ বিষয়ে চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন বলেন, আন্দোলনরত শিক্ষার্থীরা যাতে ব্যস্ততম শহরে যানজট তৈরি না করে এবং কোন প্রকারের অপ্রীতিকর ঘটনার জন্ম না দেয়। তাই তাদের সাথে কথা বলে তাদেরকে ঘরে পাঠিয়ে দেই। শহরে যাতে কোন সাধারণ শিক্ষার্থী কারো কোন গুজব বা উস্কানিতে পড়ে অস্থিতিশীল ঘটনা ঘটাতে না পারে সে ব্যপারেও ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে সতর্ক অবস্থানে রয়েছে।
এ সময় চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ইয়াসির আরাফাতের নেতৃত্বে শহরের বেশ কয়েকটি পয়েন্টে পুলিশের একাধিক টিমকে সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।