অমর দাস আবিরঃ চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে ৬৭ কেজি ১শ’ গ্রাম গাঁজাসহ ইন্জিনচালিত স্টিলবডি ট্রলার জব্দ হয়েছে।
৮ নভেম্বর বুধবার দুপুরে সদরের কানদী লঞ্চঘাটে অভিযান চালিয়ে এই জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা খন্দকার মুনিফ তকি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর থেকে ঢাকাগামী সন্দেহজনক একটি ট্রলারে তল্লাশি করা হয়। ট্রলারের পাটাতনের নিচে লুকিয়ে রাখা ৬৭ কেজি ১শ’ গ্রাম গাঁজা পাওয়া যায়। ট্রলারটি জব্দ করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি পেয়ে আগেই ট্রলারটি রেখে চালকসহ অন্যরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, জব্দকৃত গাঁজা ও ট্রলারের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য এটি চাঁদপুর সদর থানায় হস্তান্তর করা হয়।