অমরেশ দত্ত জয়ঃ চাঁদপুরে কোস্টগার্ডের তৎপরতায় ২টি পৃথক চরে আটকে পড়া ৮০ পর্যটক উদ্ধার হয়েছে।
২৭ এপ্রিল বৃহস্পতিবার রাতে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
জানা যায়, বৈরি আবহাওয়ার কারনে পদ্মার চরে ৫৮ জন এবং মতলব উত্তরের মেঘনার বাহের চর এলাকায় ২২ শিক্ষার্থী ঘুরতে এসে আটকা পড়ে যায়। পরে তারা ৯৯৯ এ কল করে সহায়তা চাইলে চাঁদপুর কোস্টগার্ডের ৩টি উদ্ধারকারী দল ঘটনাস্থল ২টিতে স্পীডবোট নিয়ে পৌঁছায় এবং এসব পর্যটকদের উদ্ধার করে।
এ বিষয়ে কোস্টগার্ডের ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ আবদুর রহমান বলেন, পদ্ধার চরে আটকে পড়া পর্যটকরা পদ্ধা সেতু দেখতে গিয়ে চরে আটকা পড়েন। পরে তাদেরকে স্থানীয় খান বাড়ী মোড় এলাকার মাওয়া ফেরীঘাটে এনে ওনাদের অভিভাবকদের জিম্মায় দেয়া হয়। আর মেঘনার বাহেরচর এলাকায় আটকা পড়া ২২ শিক্ষার্থীকে চাঁদপুরের মোহনপুর লঞ্চঘাটে এনে তাদের অভিভাবকদের জিম্মায় দেয়া হয়।
তিনি আরও বলেন, এসব পর্যটকের মধ্যে সবাই পুরুষ অর্থাৎ কোন নারী কিংবা শিশু ছিলো না। এ উদ্ধার তৎপরতা কোস্টগার্ডের স্ব স্ব ষ্টেশন কমান্ডারদের নেতৃত্বে পরিচালিত হয়েছে। দ্রুত সময়ে এ উদ্ধার কাজ সম্পন্ন করায় পর্যটকরা যেকোন বড় ধরনের দূর্ঘটনা থেকে রক্ষা পাওয়ায় তারা সবাই কোস্টগার্ডকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে।