মমিনুল ইসলামঃ চাঁদপুরে মতলব উত্তরের লক্ষ্মীচর সংলগ্ন মেঘনা নদীতে স্টিলবডি ট্রলার হতে কোস্ট গার্ডের অভিযানে ৬ হাজার কেজি অর্থাৎ ১৫০ মণ জাটকা জব্দ হয়েছে। শনিবার দুপুরে কোস্ট গার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।
তিনি বলেন, একটি ইঞ্জিন চালিত স্টিল বডি ট্রলার তল্লাশী করে আনুমানিক ১৫০ মণ জাটকা জব্দ করা হয়। পরবর্তীতে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত জাটকা স্থানীয় ১৭টি এতিমখানা ও গরীব দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়।
এসময় কোস্টগার্ডের মোহনপুর সাব স্টেশনের কর্মকর্তা লেফটেন্যান্ট ফজলুল হক,উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা রাশেদুজ্জামানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।