স্টাফ রিপোর্টারঃ চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে ৩ লক্ষ পিস চিংড়ির অবৈধ রেনু পোনা জব্দ করার পর তা ডাকাতিয়া নদীতে অবমুক্ত করা হয়।
৫ মে শুক্রবার দুপুরে এ তথ্য জানিয়েছেন কোস্টগার্ডের চাঁদপুরের ষ্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ান।
তিনি বলেন, আলু বাজার ফেরীঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মেঘনা নদীর বিভিন্ন স্থান থেকে চিংড়ি রেনুপোনা ধরে খুলনা নেওয়ার সময় আনুমানিক ৩ লক্ষ পিস চিংড়ির অবৈধ রেনু পোনা জব্দ করা হয়। এসময় জব্দকৃত অবৈধ চিংড়ি রেনু পোনার প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে ডাকাতিয়া নদীতে জব্দকৃত চিংড়ির রেনু পোনা অবমুক্ত করা হয়েছে।
এসময় চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ মিজানুর রহমান উপস্থিত ছিলেন।