হাজীগঞ্জ সংবাদদাতাঃ চাঁদপুরের হাজীগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে ৩৪ ড্রাম গলদা চিংড়ির রেনু পোনা জব্দ করা হয়েছে।
৯ মে মঙ্গলবার বিকালে এ তথ্য জানিয়েছেন কোস্টগার্ড চাঁদপুরের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ান। তিনি বলেন, সোমবার রাতে ২টি পিকাপ গাড়ী তল্লাশি করে ৩৪ ড্রাম গলদা চিংড়ির রেনু পোনা জব্দ করা হয়। জব্দকৃত চিংড়ি রেনু পোনার প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে জব্দকৃত চিংড়ি রেনু পোনা ডাকাতিয়া নদীতে অবমুক্ত করা হয়।
এসময় চাঁদপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ তানজিমুল ইসলাম উপস্থিত ছিলেন।