স্টাফ রিপোর্টারঃ চাঁদপুরে কোস্ট গার্ড ও মৎস্য বিভাগের অভিযানে সদরের লালপুর ও আনন্দবাজার এলাকা হতে ১২শ’ কেজি পাঙ্গাশের পোনা জব্দ করে পরে তা এতিমখানায় বিতরণ করা হয়েছে।
৬ মে শনিবার দুপুরে কোস্ট গার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১টি ইঞ্জিন চালিত কাঠের বোটসহ আনুমানিক ১২শ’ কেজি পাঙ্গাশের পোনা ও ৩টি পাঙ্গাশ পোনা নিধনের চাই জব্দ করা হয়। কোস্ট গার্ড এর উপস্থিতি টের পেয়ে পাঙ্গাশ পোনার সাথে জড়িত ব্যক্তিরা নদীর পাড়ে বোট রেখে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, পরবর্তীতে জব্দকৃত পাঙ্গাশের পোনা স্থানীয় এতিমখানা ও গরীব দুঃস্থদের মাঝে বিতরণ করা হয় এবং চাইগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এসময় চাঁদপুর কোস্টগার্ডের ষ্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ান, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ তানজিমুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।