নিজস্ব প্রতিনিধিঃ গণঅধিকার পরিষদ চাঁদপুর জেলার সভাপতি কাজী রাসেল বলেছেন, মানুষ বিভিন্ন সময়ের অপরাজনীতিকে ধিক্কার জানিয়ে এখন গণঅধিকার পরিষদের দিকে ঝুঁকতে শুরু করেছে। প্রতিনিয়ত চাঁদপুরে বাড়ছে গণঅধিকার পরিষদের কর্মী সমর্থক। অচিরেই আমরা বৃহৎ কর্মী সমাবেশের মধ্য দিয়ে তা জানান দিতে সক্ষম হতে আশাবাদী।
১০ জানুয়ারি শুক্রবার রাতে বাসস্ট্যান্ডে সংগঠনটির কার্যালয়ে দলীয় সভায় তিনি এসব কথা বলেন।
কাজী রাসেল বলেন, দেশের ৩শ’ আসনে আমাদের দল থেকে নির্বাচনে প্রার্থীতা করবে। আমরা আশাবাদী চাঁদপুরে গণঅধিকার পরিষদের শক্ত অবস্থান নির্বাচনে প্রতিটি আসনে ভালো ফলাফল নিশ্চিতে ভূমিকা রাখবে। এটি রাজপথের দল তাই রাজপথই নির্ধারণ করবে আগামীর নেতৃত্বে কে আসবে? সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে বিজয় সুনিশ্চিত।
গণঅধিকার পরিষদ চাঁদপুর জেলার যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বলেন, আগামী এক মাসের মধ্যে কর্মী সমাবেশ করা হবে। যেখানে দলের সর্বোচ্চ পর্যায়ের নীতি নির্ধারকদের এখানে উপস্থিত করা হবে। আমাদের দলের প্রশ্নে এবং অবস্থানের প্রশ্নে কাউকে ছাড় দেয়ার সুযোগ নেই।কেননা মানুষ এখন আস্থা খুঁজতে শুরু করেছে শুধুমাত্র গণঅধিকার পরিষদে। কাজেই তৃণমূল পর্যায়েও আমাদের ঐক্যবদ্ধতার বিকল্প নেই।
চাঁদপুর জেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব মাহমুদুল হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব সামিউল প্রধান, উমর সালমান, মোঃ হাসান মিজী,শাহনাজ আক্তার, জেলা যুবঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক এইচ এম শরীফ হোসেন, সদর উপজেলা যুবঅধিকার পরিষদের আহ্বায়ক মোঃ রাশেদুল ইসলাম, জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নূরনবী প্রমুখ।