স্টাফ রিপোর্টারঃ বিএনপি’র দশম দফায় ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিনে চাঁদপুর সদরের শাহমাহমুদপুরে চলন্ত গাড়ীতে দিনের আলোতে পাথর নিক্ষেপ চলছে।
৬ ডিসেম্বর বুধবার বিকালে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের শাহমাহমুদপুর ইউনিয়নের পল্লী বিদ্যুৎ মোল্লা বাড়ি এলাকা দিয়ে গাড়ী অতিক্রমকালে চালকরা পাথর নিক্ষেপের সম্মুখীন হয়ে আতঙ্কগ্রস্থ হচ্ছেন। তবে কে বা কারা এমনকি কার নেতৃত্বে এই পাথর নিক্ষেপ করে জানমালের ক্ষতিসাধন করছেন এই বিষয়ে কোন তথ্য পাওয়া যায়নি।
এ বিষয়ে পিকআপ ভ্যান চালক রুশু জানান, মুখে প্রচন্ড গালাগাল, গাড়ী থামাবার হুমকি ধমকি এবং জিয়ার সৈনিক এক হও লড়াই করো স্লোগান দিয়ে গাড়ীতে পাথর নিক্ষেপ করা হয়। যদিও গাড়ী না থামিয়ে আমরা জোড়ে টেনে চলে যাচ্ছি।
খোঁজ নিয়ে জানা যাচ্ছে, এই স্থানটিতে এর আগেও ঢাকা মেট্রো- ব-১২-১৩৫৪ নম্বরের পদ্মা এক্সপ্রেস এবং বোগদাদ বাসে পাথর নিক্ষেপ করে গাড়ীর কাঁচ ভাঙ্গচুর ও একজন আহত করার ঘটনা ঘটানো হয়েছে। এর আগে গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর পরই এখানে ১৮/২০ জনের একটি দল পাথর নিক্ষেপ করে গাড়ীতে থাকা বেশ কয়েকজন যাত্রীকে আহত করে।
পদ্মা বাসের চালক শাহরাস্তির বাসিন্দা স্বপন বলেন, ওরা ৬/৭ জনের একটি চক্র। স্লোগান দিতে দিতে সড়কের দুপাশে অবস্থান নিয়েছিলো। এরপর কিছু বুঝে উঠার আগেই গাড়ী লক্ষ্য করে পাথর নিক্ষেপ করছিলো। মূলত পাথরগুলো পাশের রেললাইন থেকে হয়তো এনেছে। আমি আহত হওয়ায় চাঁদপুর গিয়ে প্রাথমিক চিকিৎসা নিয়ে এখন সুস্থ্য আছি।
এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. শেখ মুহসীন আলম বলেন, পাথর নিক্ষেপের ঘটনায় কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। এর আগেও ওখানে গাড়ী ভাঙ্গচুরের ঘটনায় ১৯ জনকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়। এ মামলায় এজহারভুক্ত ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।