অমরেশ দত্ত জয়ঃ চাঁদপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের ঘনবসতি এলাকায় ব্যবসায়ী ৫ ভাইয়ের উদ্যোগে মৃত ব্যক্তির জন্য শীতাতপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক পদ্ধতির গোসলখানা নির্মিত হয়েছে।
১০ ডিসেম্বর শুক্রবার বিকালে রেলওয়ে শ্রমিক কলোনীর জামে মসজিদ প্রাঙ্গণে এটি উদ্বোধন করা হয়।
উদ্বোধকের বক্তব্যে চাঁদপুর পৌর মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল বলেন, মৃত ব্যক্তির জন্য গোসলখানা নির্মাণ নিঃসন্দেহে জনকল্যাণকর কাজ। আজ আমার মেয়ের মৃত্যুবার্ষিকীর দিনের আমি এমন একটি কাজের উদ্বোধন করতে পেরে ভালো লাগছে। বিশেষ করে এমন ঘনবসতিপূর্ণ এলাকায় মৃত ব্যক্তিকে রাখা এবং গোসল করানোর জায়গার চরম সংকট রয়েছে। তাই এই উদ্যোগদাতা ৫ ভাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
জানা যায়, মৃত ব্যক্তির গোসলের জন্য শীতাতপ নিয়ন্ত্রিত অত্যাধুনিকভাবে নির্মিত এই গোসলখানাটি নির্মানের উদ্যোগদাতাগণ হচ্ছেন স্থানীয় মনির হোসেন সিকদার, শাহাদাত হোসেন সিকদার, মোশারফ হোসেন শিকদার, মোবারক হোসেন সিকদার এবং রাইছ হোসেন সিকদার নামের ৫ ভাই।
এটি উদ্বোধনকালে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন রেলওয়ে শ্রমিক কলোনীর জামে মসজিদের খতিব ও ইমাম মাওলানা মোঃ শহিদুল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া, চাঁদপুর পৌরসভার প্যাণেল মেয়র হেলাল হোসাইন, ফরিদা ইলিয়াস, কাউন্সিলর শফিকুল ইসলাম, ইকবাল হোসেন বাবু পাটোয়ারী, রেলওয়ে শ্রমিক কলোনী জামে মসজিদ কমিটির সভাপতি আলী আহমদ সরকার, সাধারণ সম্পাদক জয়নাল সরদার, ব্যবসায়ী শাহাদাত হোসেন, এলিট চাইনিজ রেস্টুরেন্টের পরিচালক আলহাজ্ব মোঃ নুরুল আলম লালু, ফোর স্টার হোটেল এন্ড রেস্টুরেন্টের পরিচালক মোঃ নূরুল কোরবান, ব্যবসায়ি মোঃ মোফাজ্জল হোসেন, পৌর ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গোলাম হোসেন জুয়েল, সাধারণ সম্পাদক মামুন জমাদার, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আনোয়ার হোসেন হাওলাদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।