মোঃ আরিফুল ইসলামঃ চাঁদপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের চৌধুরীঘাট কলার আড়তে ভোক্তা অধিদপ্তরের অভিযানের খবর পেয়ে সতর্ক অবস্থানে ১৪নং ওয়ার্ডের বাবুরহাটের কলার আড়তদারগণ।
১৩ আগষ্ট রোববার বিকালে চৌধুরীঘাটে কেমিক্যাল মিশিয়ে কাচা কলা পাঁকানোর অভিযোগে জরিমানা করা হয় কলার আড়তদারকে। অভিযানে পুলিশের সহায়তায় ২০ হাজার টাকা জরিমানা আদায় করে ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তা।
আর এমন খবর ছড়িয়ে পড়লে সতর্ক অবস্থানে থাকতে দেখা যায় বাবুরহাটের কলার আড়তদারদেরকে। সরজমিনে বাবুরহাট গেলে দেখা যায়, মতলব সড়ক ও বাবুরহাট মোড়ের চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের পাশে বেশ কিছু কলার আড়ত গড়ে উঠেছে। এখানে প্রায়ই ক্যামিকেল মিশ্রিত কলা মজুদ করার অভিযোগ তুলছেন গ্রাহকগণ।
সুমন হাওলাদার নামের এক গ্রাহক বলেন, এখানকার বেশিরভাগ কলাই বাহিরর জেলা থেকে আমদানি করা হয়। বেশি লাভের আশায় অপরিপক্ক কলা তারা ট্রাকে করে এখানে এনে মজুদ করে ক্যামিকেল মিশিয়ে পাকাচ্ছে। তাই দ্রুত বাবুরহাটের কলার আড়তগুলোতে অভিযানের দাবী জানাচ্ছি।
এ বিষয়ে চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যালয়ের সহকারী পরিচালক নূর হোসেন বলেন, আমরা আজ শহরের পাল বাজার, চৌধুরীঘাটের কলার আড়ত, কয়লাঘাট ও মোলহেড এলাকায় বাজার তদারকি অভিযান পরিচালনা করেছি। খাদ্যদ্রব্যে নিষিদ্ধ দ্রব্য মিশানোর দায়ে এক কলা ব্যবসায়ীকে জরিমানা করেছি। বাবুরহাটসহ সকল স্থানেই আমরা আমাদের নিয়মিত বাজার তদারকি কার্যক্রম অব্যাহত রাখবো।