স্টাফ রিপোর্টারঃ চাঁদপুর পৌরসভার কর্মচারী ও চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো: শিপন পাটওয়ারীর খোঁজ-খবর নিতে গিয়েছেন জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।
জানা যায়, বর্তমানে তার জীবন সংকটাপন্ন। প্রথমে ঢাকা একটি বেসরকারি হাসপাতালে ডা: বশিরের তত্ত্বাবধানে তার ব্রেন টিউমার অপারেশন সম্পন্ন হয়েছে। অপারেশনের পর তার অবস্থার অবনতি ঘটেছে। এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষনে রয়েছে।পরবতীতে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের দ্বিতীয় তলায় আইসিইউতে ভর্তি করা হয়েছে।
৮ এপ্রিল শনিবার দুপুরে তাকে দেখতে যান চাঁদপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।
এই সময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ গোলাম কাউসার হিমেল, স্পেন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক চাঁদপুর পৌর আওয়ামী লীগের অন্যতম নেতা জহিরুল ইসলাম নয়ন।
এ সময় বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল হাসপাতালে তার সর্বশেষ শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার আরোগ্যের জন্য সবার নিকট দোয়া কামনা করেছেন।