স্টাফ রিপোর্টারঃ ২০০৩-২০১১ বাবু-দীপু কমিটির সিনিয়র সহ-সভাপতি, খালেদা নিজামি জোট সরকারের আতঙ্ক, তুখোড় ছাত্রনেতা শিপন পাটোয়ারী ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে বেস কয়েক বছর তিনি অসুস্থ। এরপর কিছুদিন আগে তাকে ঢাকা একটি বেসরকারি হাসপাতালে ডা: বশিরের তত্ত্বাবধানে ব্রেন টিউমার অপারেশন সম্পন্ন করা হয়।
অপারেশনের পর তার অবস্থার অবনতি হলে তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের দ্বিতীয় তলায় আইসিইউতে ভর্তি করা হয়েছে। এখন তার অবস্থা সংকটাপন্ন।
৮ এপ্রিল শনিবার দুপুরে তাকে দেখতে সদর হাসপাতালে যান চাঁদপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক ফেরদাউস মোর্শেদ জুয়েল।
এসময় তার সাথে ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগ সহসভাপতি এ্যাড, মোঃ আতাউর রহমান পাটওয়ারী, জাতীয় সাংবাদিক সংস্থা চাঁদপুর জেলা সভাপতি সাংবাদিক শ্যামল সরকার, পৌর স্বেচ্ছাসেবক লীগ নেতা দাদন, সাংবাদিক আরিফ হোসেনসহ বিপুলসংখ্যক নেতা কর্মী।
এ সময় জেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক জুয়েল অসুস্থ এই সাবেক ছাত্র লীগ নেতা শিপন পাটোয়ারীর খোঁজ খবর নেন ও তার আরোগ্য কামনা করেন।