হিলশা নিউজ রিপোর্টঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষে ১৯৭৪ সালে বঙ্গবন্ধু প্রবর্তিত সুদমুক্ত ক্ষুদ্রঋণের জাগরণী সপ্তাহ (১৪ ডিসেম্বর ২১ ডিসেম্বর ২০২১) উপলক্ষে শহর সমাজসেবা কার্যালয় চাঁদপুরের উদ্যোগে ১১১ জনকে ২০ লক্ষ ২৫ হাজার টাকা ক্ষুদ্রঋণ বিতরণ করা হয়েছে।
জেলা সমাজসেবা কার্যালয়, চাঁদপুর এর উপপরিচালক জনাব রজত শুভ্র সরকার ২১ ডিসেম্বর পুর্বাহ্নে শহর সমাজসেবা কার্যালয়ে উক্ত ঋণ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।
শহর সমাজসেবা কার্যালয়, চাঁদপুর এর সমাজসেবা কর্মকর্তা মোঃ মনিরুল ইসলামের সভাপতিত্বে পৌর সমাজকর্মী মোঃ কামরুজ্জামান এর সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা সমাজসেবা কার্যালয়, চাঁদপুর এর সহকারী পরিচালক মিয়া ফিরোজ আহমদ খান বক্তব্য রাখেন।
০৮ নং ওয়ার্ড বিষ্ণুদী মাদ্রাসা রোড মহল্লায় ১৫ জনকে ৩ লক্ষ, ০৭ নং ওয়ার্ড শ্রমিক কলোনী মহল্লায় ১৬ জনকে ৩ লক্ষ ২৫ হাজার, ০৫ নং ওয়ার্ড বয়েজ রোড মহল্লায় ২ লক্ষ, ০৭ নং ওয়ার্ড স্ট্র্যান্ড রোড মহল্লায় ১০ জনকে ২ লক্ষ, ১২ নং ওয়ার্ড জি টি রোড দক্ষিণ মহল্লায় ১০ জনকে ২ লক্ষ, ১১ নং ওয়ার্ড মাদ্রাসা রোড মহল্লায় ০৫ জনকে ১ লক্ষসহ সর্বমোট ১৩ লক্ষ ২৫ হাজার টাকা মূল বিনিয়োগ এবং
১০ নং ওয়ার্ড মাদ্রাসা রোড মহল্লায় ২০ জনকে ৪ লক্ষ ও ০৫ নং ওয়ার্ড শ্রমিক কলোনী মহল্লায় ১৫ জনকে ৩ লক্ষ টাকা পুনঃ বিনিয়োগের ঋণের চেক বিতরণ করা হয়।