সাগর আচার্য্যঃ চাঁদপুরে সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে প্রাপ্ত ৫৭ টি নিবন্ধিত সাধারণ স্বেচ্ছাসেবী সংগঠনকে ১৮ লক্ষ ৪৮ হাজার টাকার সাধারণ অনুদান এবং ৫৩ জন ব্যক্তিকে ১ লক্ষ ৫০ হাজার টাকার বিশেষ অনুদানের চেক প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এ চেক বিতরণ করা হয়।
এ সময় জেলা প্রশাসক কামরুল হাসান প্রধান অতিথি হিসেবে ওই ৫৭টি সংগঠনের প্রতিনিধি ও ৫৩জন গরীব, অসহায় ও দুঃস্থ ব্যক্তির হাতে অনুদানের চেক তুলে দেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাম্মৎ রাশেদা আক্তার, নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব এ. আর. এম. জাহিদ হাসান, স্বাধীনতা পদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন্নাহার চৌধুরী।
চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয় চাঁদপুর-এর উপ-পরিচালক জনাব রজত শুভ্র সরকার।
এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা সমাজসেবা কার্যালয় চাঁদপুর-এর সহকারি পরিচালক জনাব মিয়া ফিরোজ আহমদ খান, সমাজসেবা অফিসার (রেজিষ্ট্রেশন) জনাব মোঃ মনিরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক কামরুল হাসান মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, স্বেচ্ছাসেবী সংগঠনের অনুদান দেয়ার উদ্দেশ্য হচ্ছে স্বেচ্ছাসেবকদের উদ্বুদ্ধ করা। একই সাথে সংগঠনের কার্যক্রম নিবিড়ভাবে মনিটরিং করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে গরীব অসহায় দরিদ্র রোগীদের চিকিৎসার জন্য সহায়তা করছেন। তাঁর জন্য সবাই দোয়া করবেন তিনি যেন সুস্থ থাকেন এবং মানুষের কল্যাণে কাজ করে যেতে পারেন। জেলা প্রশাসক মহোদয় সকল রোগীর সুস্থতা কামনা করেন।
পরে তিনি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি এবং গরীব অসহায় ও দুস্থ ব্যক্তিদের হাতে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে অনুদানের চেক হস্তান্তর করেন।