জয় চন্দ্র নাগঃ রাত্রীকালীন সময়ে ঝুঁকিপূর্ণভাবে বেপরোয়া ঝড়ো গতিতে বাল্কহেড চালানোর অপরাধে ৪ জনকে আটক করেছে নৌ থানা পুলিশ। একইসাথে বাল্কহেড দুটি জব্দ করা হয়েছে।
১৬ মে বৃহস্পতিবার সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন নৌ থানার ওসি মোঃ কামরুজ্জামান।
আটককৃতরা হচ্ছেন, বাল্কহেডের সুকানি চান মিয়া (৩৮), সিফাত (২০), মোঃ আবু বক্কর সিদ্দিক (৩১) এবং বাল্কহেডের স্টাফ মোঃ মুছা (৪৫)।
এ বিষয়ে চাঁদপুর নৌ থানার ওসি মোঃ কামরুজ্জামান বলেন, আমাদের বিশেষ অভিযানে রাজরাজেশ্বর এলাকার মেঘনা নদী হতে ২টি বাল্কহেড রাত্রীকালীন ঝুঁকিপূর্ণভাবে বেপরোয়া ঝড়ো গতিতে চালানোর অপরাধে ৪ জনকে আটক করেছি। বাল্কহেড ২টি জব্দ করেছি এবং আটক ৪ জনের বিরুদ্ধে ১৮৬০ সালের পেনাল কোড আইনের ২৮০/৩৪ ধারায় ২টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।