অমরেশ দত্ত জয়ঃ চাঁদপুর সদরের বাগাদী মোমিনপুরে ডাকাতিয়া নদীতে ট্রলার-বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৫ জন নিহতের ঘটনা ঘটেছে।
সোমবার (৩১ জানুয়ারি) সকাল ৬ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস, কোষ্টগার্ড ও নৌ পুলিশ।
চাঁদপুর নৌ থানার ওসি মোঃ মুজাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, চাঁদপুর সদরের রামপুর ইটভাটা এলাকা হতে ১১ জন মাটিকাটার শ্রমিক চাঁদপুরগামী ট্রলারে উঠে বাগাদীর সাহেববাজার মোমিনপুর এলাকার মাঝামাঝী অতিক্রমকালে হাজীগঞ্জগামী ১টি বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নিখোঁজ হন মোট ১১ জন। পরে ৬ জন সাঁতরে নদীর তীরে উঠলেও ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়।
নৌ থানার ওসি মোঃ মুজাহিদুল ইসলাম আরও জানান, ৪ জন সাথে সাথে স্পটে মারা গেলেও একজনকে সদর হাসপাতালে নেওয়া হলে তিনি সেখানে মারা যান। নিহতদের মধ্যে কুমিল্লার মুরাদনগর ও তিতাস উপজেলার মো. আওয়াল (৫০), মো. মোবারক (৪৫), মো. নাসির (৩২), আল-আমিন (৩৫) ও নজরুল (৩৫) নামের ৫ শ্রমিকের মরদেহ আমরা উদ্ধার করেছি। আমরা নিহতদের পরিবারের কাছে সবার মরদেহ হস্তান্তরের ব্যবস্থা করছি।
চাঁদপুর কোষ্টগার্ড ষ্টেশনের মিডিয়া কর্মকর্তা জাহিদ জানান, এ ঘটনা ঘটিয়েছে এমভি ইকবাল হোসেন-১ নামের বাল্কহেডটি। যা চালাচ্ছিলেন এর মালিক ইকবাল হোসেন নিজেই। তিনি ফরিদগঞ্জের চর হোগলা গ্রামের বাসিন্দা। আমরা ইকবালকেসহ তার বাল্কহেডটি দ্রুত আটক করেছি। ট্রলারটি ডুবে যাওয়ায় ট্রলারটি খোঁজার চেষ্টা চলছে।