শাহরাস্তি প্রতিনিধিঃ ডাকাতি প্রস্তুতিকালে পিকআপ ও ব্যবহৃত অস্ত্রসহ ৩ ডাকাতকে আটক করেছে শাহরাস্তি থানা পুলিশ।
শাহরাস্তি থানা পুলিশ সুত্রে জানান, ১৫ জুন গভীর রাত গোপন সংবাদের ভিত্তিতে শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নের ওয়ারুক রেল ক্রসিংয়ের সামনের রাস্তায় পিক আপ গাড়িতে কয়েক জন ডাকাতদল ডাকাতির উদ্দেশ্যে সমবেত হওয়ার সংবাদ পায়।
তাৎক্ষনিক থানা এসআই আবু তাহের সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালায়। ওই সময়ে ডাকাত দলের ৫/৬ জন সদস্য দৌড়াইয়া পালিয়ে যায়। ওই সময় এসআই আবু তাহের সঙ্গীয় ফোর্স ডাকাত দলের ৩ সদস্যকে পিকআপ গাড়ি, ২ টি চাকু, ১টি তালা ভাঙার কাটার, টচ লাইট, হেক্স ব্লেড, কয়েকটি শট প্রেন্ট ও মুখোস উদ্ধার করে।
আটককৃত ডাকাত সদস্যরা হলেন, চাঁদপুর বিষ্ণুদী গ্রামের আলমগাজী মাষ্টার বাড়ির ফজল গাজীর পুত্র ফারুক গাজী(৪০), বিষ্ণুদী, জিটি রোড জয়বাংলা সড়কের মৃত দুলাল মাঝির ছেলে আঃ রহমান মাঝি(৬০), দোকান ঘর বেপারী বাড়ির রহমত কলোনীর মৃত বাচ্চু বেপারীর ছেলে মোঃ শাহারিয়ার হোসেন প্রকাশ ননজমুল (২০)।
এ বিষয়ে শাহরাস্তি থানার উপ-পরিদর্শক ( এসআই) আবু তাহের জানান, প্রাথমিক তদন্তে তারা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য বলে জানা যায় এবং ইতিপূর্বে নারায়ণগঞ্জ, চাঁদপুর সদরে তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। শাহরাস্তি মডেল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন ঘটনাটি নিশ্চিত করেন।