সাগর আচার্য্যঃ চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়মিত মাদকবিরোধী অভিযানে ১৬ কেজি গাঁজা ও ১০ বোতল ফেনসিডিলসহ ৪ মাদকব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১২ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে চাঁদপুর শহরের উত্তর শ্রীরামদী নিশি বিল্ডিং এলাকা থেকে গ্রেফতার করা হয়।
চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, ১২ সেপ্টম্বর সোমবার সহকারী পরিচালক মোঃ এমদাদুল ইসলাম মিঠুন এর সার্বিক তত্বাবধান ও পরিদর্শক বাপন সেন এর নেতৃত্বে গঠিত রেডিং টীম চাঁদপুর সদর মডেল থানাধীন উত্তর শ্রীরামদী নিশি বিল্ডিং এলাকায় রাত ৯টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় কুমিল্লা জেলার কোতয়ালী থানার মোঃ হানিফ মিয়া (৪৫) এবং মোঃ সাজল মিয়া (২৮) উভয়কে মোট ০৪ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। এ ঘটনায় উপ-পরিদর্শক মোহাম্মদ মজিবর রহমান বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

অপরদিকে, একই দিন রাত সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বাপন সেন এর নেতৃত্বে গঠিত রেডিং টীম চাঁদপুর সদর থানাধীন উত্তর শ্রীরামদী নিশি রোডস্থ এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মতলব দক্ষিন উপজেলার ২নং নায়েরগাঁও (দক্ষিন) ইউনিয়নের মোঃ জুম্মান মিয়াজি (২৩) এবং মোঃ আফফান (২৮) উভয়কে মোট ১২ কেজি গাঁজা ও ১০ বোতল ফেনসিডিলসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
এই ঘটনায় মামলায় পরিদর্শক বাপন সেন বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় মামলা একটি নিয়মিত মামলা দায়ের করেন।