সাগর আচার্য্যঃ চাঁদপুর জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর কর্তৃক নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৮ কেজি গাঁজাসহ একজনকে আটক করা হয়েছে।
চাঁদপুর জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক এমদাদুল ইসলাম মিঠুনের সার্বিক তত্ত্বাবধান ও পরিদশর্ক বাপন সেনের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গঠিত রেডিং টীম বুধবার (১৪ সেপ্টেম্বর) রাত ১০ টায় চাঁদপুর মডেল থানার উত্তর শ্রীরামদী মাদ্রাসা রোড এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
এসময় পটুয়াখালী জেলার বাউফল থানার কেআমিরাবাদ গ্রামের আল-আমিন বেপারী (২২) কে ৮ কেজি গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়। চাঁদপুর জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক বাপন সেন বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।