স্টাফ রিপোর্টারঃ ডেঙ্গু প্রতিরোধে সামাজিক দায়বদ্ধতা থেকে এগিয়ে এসে চাঁদপুরে অসহায়দের মাঝে মশারী বিতরণ করেছে ‘সবাই মিলে’ নামের সংগঠন। একই দিন তারা অসহায়দের মাঝে শীত নিবারনে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করেছে।
১১ ডিসেম্বর সোমবার দুপুরে শহরের কয়লাঘাট এলাকায় দেড়’শ মানুষের মাঝে এই মশারী ও শীতবস্ত্র সংগঠনটি তুলে দেয়।
এ বিষয়ে সবাই মিলে সংগঠনের কর্ণধার তানিয়া ইসলাম বলেন, বর্তমানে অনেকেই মশার কামড়ে ডেঙ্গু রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছেন। তাই ডেঙ্গুর প্রকোপ থেকে রক্ষায় মানুষকে সচেতন করতেই আমরা ডেঙ্গু প্রতিরোধে করনীয় সম্পর্কিত বিষয়গুলো সবার সামনে তুলে ধরছি। পাশাপাশি নিজেদের সামাজিক দায়বদ্ধতা থেকে সংগঠনের মাধ্যমে কিছু অসহায় মানুষের জন্য মশারী বিতরণ করছি। একই সাথে শীত চলে আসায় শীত নিবারণের জন্যও আমরা ভালো মানের বেশ কিছু কম্বল ও শীতবস্ত্র অসহায় মানুষগুলোর হাতে তুলে দিচ্ছি।
তানিয়া ইসলাম আরও বলেন, নিজের ব্যাক্তিগত অর্থায়নে সবাই মিলে সংগঠনটি এগিয়ে নিচ্ছি। সমাজের প্রয়োজনে যেকোন সংকটময় সময়ে আমরা সাধ্যমতো মনবতার কল্যাণে এগিয়ে আসার মানমানসিকতা রেখে কাজ করছি। এর আগেও নানা সময়ে আমরা গরিব অসহায় নারী পুরুষ ও শিশুদের জন্য নানাবিধ সামাজিক কর্মকান্ড করেছি। দোয়া চাই সকলের যাতে সুস্থ্য থেকে সবসময় এভাবেই সাধ্যমতো মানুষের পাশে থাকতে পারি।
এ সময় সবাই মিলে সংগঠনের সদস্য সামায়ারা সুমি, তানিয়া আক্তার, সামিরা, তাজওয়ার আহমেদ আযান, নাফিসা, ফারহান, স্বপ্না, রুমা, সুবাহ, ইলহাম, অপূর্ব, সুরাইয়া, মাইনুদ্দিনসহ অন্যরা উপস্থিত ছিলেন।