হিলশা নিউজ রিপোর্টঃ চাঁদপুর শহরের বড়ষ্টেশন মোলহেডের ত্রিনদী মোহনায় খোলা আকাশের নীচে ১১/১৩ ব্যাচের অর্ধশত বন্ধুদের মিলনমেলা ও ইফতার সম্পন্ন হয়েছে।
১৪ এপ্রিল শুক্রবার ব্যাচের বন্ধুদের নিজেদের উদ্যোগে এ আয়োজন সফল করা হয়। এতে চাঁদপুরের ৮ উপজেলা ছাড়াও প্বার্শবর্তী জেলা কুমিল্লা, লক্ষীপুরসহ বিভিন্ন প্রান্তের বন্ধুরা অংশ নেয়।
আয়োজকদের পক্ষে শাখাওয়াত, মাহমুদ, পারভেজ, রফিক, সানজিদা, আরিয়ান, শান্ত, জুনায়েদ, পাভেল, খোরশেদ, আজিজসহ অন্যরা ‘হিলশা নিউজ’-কে জানায়, আমরা ইফতার আয়োজনের মধ্য দিয়ে বন্ধুদের মিলনমেলা করলাম। নিজেরা নিজেরা সামান্য একটা ফি ধরে এ আয়োজন সফল করতে পেরে খুব ভালো লাগছে।
তারা আয়োজন প্রসঙ্গে ‘হিলশা নিউজ’-কে আরও বলেন, আমাদের ইফতারের খাবার মেন্যুতে খেঁজুর, আচারী খিচুড়ি, বেগুনি, চিকেন কারী, সালাদ, আপেল, মাল্টা, জুস, পানি, শরবতসহ ইত্যাদি উপকরণ ছিলো। আবহাওয়া অনুকূলে থাকায় আমরা এই মিলনমেলা ও ইফতার ত্রিনদীর মোহনায় নদীর মাঝখানে নৌকায় খোলা আকাশের নিচে করার স্বাদ নিতে পারলাম। ভবিষ্যতেও যাতে আমরা বন্ধুরা এরকম সুশৃঙ্খলভাবে আরো নানা আয়োজনের উদ্যোগ নিতে পারি সেজন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার অনুরোধ জানাচ্ছি।