... বিস্তারিত
চাঁদপুরে দূর্গোৎসবে রামকৃষ্ণ মিশন কর্তৃক ১’শ ত্রিপুরা মহিলা পেলো কাপড়
অমরেশ দত্ত জয়ঃ চাঁদপুরে শারদীয় দূর্গোৎসব উপলক্ষে রামকৃষ্ণ মিশন কর্তৃক ১’শ দুঃস্থ ত্রিপুরা মহিলার মাঝে কাপড় বিতরণ করা হয়েছে।

২১শে অক্টোবর বুধবার চাঁদপুর সদরের বালিয়া ইউনিয়ন ও এর আশপাশের এলাকার ত্রিপুরা নারীদেরকে এই কাপড় দেওয়া হয়।
জানা যায়, রামকৃষ্ণ মিশনের স্বামী ভবানীশানন্দ মহারাজ বালিয়াস্থ ত্রিপুরা জাতি সমাজ উন্নয়ন সংস্থা পরিচালিত ট্রেণিং সেন্টারে উপস্থিত থেকে এসব কাপড় উপহার বিতরণ করেন। এই সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ত্রিপুরা জাতি সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি বাবু কর্ণরাজ ত্রিপুরা এবং সাধারণ সম্পাদক বাবু খোকন ত্রিপুরা।
এদিকে কাপড় বিতরণ শেষে সবাইকে রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে জলখাবার দিয়ে আপ্যায়িত করা হয়েছে।এই পুরো অনুষ্ঠানটিতে সার্বিক সহায়তা করেন ত্রিপুরা জাতি সমাজ উন্নয়ন সংস্থার সদস্যবৃন্দ।
