প্রান কৃষ্ণ দাসঃ
কোস্টগার্ড স্টেশন চাঁদপুর এবং মৎস অধিদপ্তরের যৌথ অভিযান চাঁদপুর মোহনা,লক্ষীরচর,সরমালীর চর,আনন্দবাজার,কাঁচিকাটা,আলুবাজার,হরিনা,দোকানঘর এবং পাশবর্তী এলাকায় নদীতে পাতানো অবস্থায় ৫৫,০০০ হাজার মিটার কারেন্টজাল উদ্ধার করা হয়। পরবর্তীতে স্টেশন কমান্ডার চাঁদপুর লেফটেন্যান্ট নাহিদ, (এক্স), বিএন, কন্টিনজেন্ট কমান্ডার মাইনুল,পিও(সিডি) এবং মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আশিকুর রহামান উপস্থিতিতে
মাছ সমূহ স্থানীয় জনগণ এবং ১২ টি মাদ্রাসা এবং এতিমখানায় বিতরণ করে দেওয়া হয় এবং জাল পুড়িয়ে ফেলা হয়।
পৃথক পৃথক অভিযানে কোস্টগার্ড আউটপোস্ট হাইমচর এবং মৎস্য অধিদপ্তর হাইমচর কর্তৃক অভিযান চলাকালীন সময় চাঁদপুর সদর উপজেলার অহনঘাঁট,হরিনা,আলুবাজার,গাজিপুর,চর কাটাখালি এবং পাশবর্তী এলাকা সমূহে নদীতে পাতনো অবস্থায় প্রায় ৫০,০০০ লক্ষ মিটার সুতার জাল উদ্ধার করা হয় এ সময় জালের সাথে প্রায় ২০ কেজি সমপরিমান মা ইলিশ এবং ০১ টি ইন্জিন চালিত কাঠের নৌকা উদ্ধার করতে সক্ষম হয় কোস্টগার্ড। উদ্ধারকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়, জব্দকৃত মাছ স্থানীয় গরিব এবং দুস্ত মানুষের মধ্যে বিলি করে দেওয়া হয় । এ সময় উপস্থিত ছিলেন কোস্টগার্ড হাইমচরের কন্টিনজেন্ট কমান্ডার শহিদুল,এমসিপিও(এক্স), মৎস্য সম্প্রসারন কর্মকর্তা মিজানুর রহমান প্রমুখ।
এছাড়া ও সকাল ০৪০০ ঘটিকা হইতে ১১০০ ঘটিকা এবং ০৯০০ ঘটিকা থেকে বিকাল ১৩০০পর্যন্ত কোস্টগার্ড কন্টিনজেন্ট চরজালিয়া (রায়পুর) এবং মৎস অধিদপ্তরের যৌথ অভিযানে মেঘনা নদির সাজুমোল্লার ঘাঁট,কাটাখালি,চন্দ্রাখাল,মাঝের চর এবং পাশ্ববর্তী এলাকা সমূহে অভিযান পরিচালনা করে ৬০,০০০ হাজার মিটার কারেন্ট জাল, ৩০ কেজি সমপরিমাণ মা ইলিশ এবং একটি ইন্জিন চালিত কাঠের নৌকা জব্দ করে কোস্টগার্ড । উদ্ধারকৃত মাছ সমূহ স্থানীয় এতিম খানায় বিলি করে দেওয়া হয়, জল পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং কাঠের নৌকাটি মৎস অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয় । এ সময় উপস্থিত ছিলেন কোস্টগার্ড চরজালিয়ার কন্টিনজেন্ট কমান্ডার লুৎফর রহমান,সিপিও, মৎস্য কর্মকর্তা বেলায়েত হোসেন প্রমুখ।
