... বিস্তারিত
চাঁদপুরে নাটক প্রেমীদের জন্য মঞ্চস্থ হবে ‘ছিঃ’- শরীফ চৌধুরী
প্রান কৃষ্ণ দাসঃ চাঁদপুরে নাট্যপ্রেমীদের জন্য আবারো মঞ্চস্থ হবে নাটক ‘ছিঃ’। নাটকটির রচনা করেছেন অরুন সরকার এবং নির্দেশনায় রয়েছেন শরীফ চৌধুরী। দর্শকনন্দিত এই নাটকটি সবার জন্য পরিবেশন করবে বর্ণচোরা নাট্যগোষ্ঠী।
১৩ই নভেম্বর শুক্রবার সন্ধ্যা সোয়া ৬ টায় নাটকটি জেলা শিল্পকলা একাডেমীতে মঞ্চস্থ হওয়ার কথা রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বর্ণচোরা নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক শরীফ চৌধুরী ‘হিলশা নিউজ’-কে জানান, মঞ্চে ফিরছে বর্ণচোরা নাট্যগোষ্ঠী। মুখে মাস্ক পড়ে নির্ধারিত সময়ের পূর্বে আসন গ্রহণ করবে সবাই এমনটাই প্রত্যাশা আমাদের। ১৩ই নভেম্বর শুক্রবার সোয়া ৬ টায়। সকলের অপেক্ষায় রয়েছে বর্ণচোরা নাট্যগোষ্ঠী চাঁদপুরের মঞ্চ শিল্পীরা।