মোঃ হোসেন গাজীঃ চাঁদপুরের পদ্মা-মেঘনায় নৌ পুলিশের অভিযানে শতাধিক লোকসহ ৫০টি বালুবাহী বাল্কহেড আটক হয়েছে।
১ জুন বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর অঞ্চলের নৌ পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান।
নৌ পুলিশ জানায়, ভোর থেকে বিকাল পর্যন্ত নৌ পুলিশের ৫টি টিম একযোগে অভিযান চালিয়ে অর্ধশত বাল্কহেড এবং এগুলোতে থাকা শতাধিক চালকসহ শ্রমিককে আটক করা হয়।
এ বিষয়ে চাঁদপুর অঞ্চলের নৌ পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান বলেন, বেশ কিছুদিন খবর পাচ্ছিলাম কিছু দুর্বৃত্ত মেঘনা ও পদ্মা নদীতে অবৈধভাবে বালু কেটে নিয়ে যাচ্ছে। তাই আমরা বালু সন্ত্রাসের বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করেছি। চলতি বছরের ৫ মাসে এখন পর্যন্ত আমরা ১৫৫টি বাল্কহেড জব্দ করে মামলা দিয়েছি।
তিনি আরও বলেন, পদ্মা নদীর মাওয়া, লৌহজং, কাঠালবাড়ী এলাকা এবং মেঘনার হরিণা, ত্রী মোহনা, একলাশপুর, মোহনপুরে যারা ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে তাদের কোন বৈধতা কিংবা কাগজপত্র নেই। জব্দকৃত বাল্কহেড ও আটক ব্যাক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।