... বিস্তারিত
চাঁদপুরে পাউবোর জায়গা দখলের মহোৎসব
চাঁদপুর সিআইপি বেরিবাঁধের দুই পাশে পানি উন্নয়ন বোর্ডের শত শত একর জায়গা দখল করে মার্কেট ও দোকান নির্মাণ করেছে ভূমিদস্যু চক্ররা।
প্রতিযোগিতা দিয়ে দিনের পর দিন তারা রাস্তার পাশে সরকারি জায়গা দখল নিয়ে পাকা স্থাপনা করে দোকান নির্মাণের কাজ সম্পূর্ণ করছে।
পানি উন্নয়ন বোর্ডের জায়গা সব ধরনের লিজ দেওয়া বন্ধ থাকলেও ভূমিদস্যু চক্রেরা অফিসের অসাধু কর্মকর্তাদের সাথে যোগসাজশ করে সরকারি জায়গা দখল করে নিচ্ছে।
চাঁদপুর পৌরসভার ৫ নং ওয়ার্ড পূর্ব রঘুনাথপুরে ডালির ঘাটের কাছে পানি উন্নয়ন বোর্ডের জায়গায় একটি খাল থাকলেও সেই খালটি ভূমিদস্যু চক্ররা ভরাট করে বালুর ব্যবসা শুরু করে। খাল ভরাট করার কারণে পানি নিষ্কাশন ব্যবস্থা সম্পূর্ণরূপে বন্ধ হওয়ায় এলাকার মানুষ চরম দূর্ভোগে পড়েছে। এছাড়া পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে বালুর ব্যবসা করায় রাস্তা ভেঙে গেছে ও পরিবেশ চরমভাবে দূষণ হচ্ছে।
পূর্ব রঘুনাথপুর সিআইপি বেড়িবাঁধের রাস্তার দুই পাশে বালু দিয়ে ভরাট করে পাকা স্থাপনা উঠিয়ে ভূমিদস্যু চক্রের মার্কেট নির্মাণ কাজে ব্যস্ত রয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের জায়গা দিনদিন দখল হওয়ার কারণে জনমনে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, সরকারি খাল দখল করে সেখানে বালু ফেলে ব্যবসা শুরু করেছে এলাকার কিছু দখলবাজ চক্র। এদের অবৈধ বালুর ব্যবসার কারণে পানি নিষ্কাশন বন্ধ হয়েছে ও এলাকার পরিবেশ চরমভাবে দূষণ হয়েছে। এছাড়া আশেপাশে কৃষি জমি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিবেশ দূষণ হওয়ার কারণে ও জনস্বার্থ চিন্তা করে চাঁদপুর পৌর মেয়র অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েল রাস্তার পাশে বালু উঠানো বন্ধ করে দেওয়ার নির্দেশ দেন। কিন্তু অবৈধ বালু ব্যবসায়ীরা মেয়রের কথা না শুনে তারা তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছেন।
অচিরেই সংশ্লিষ্ট প্রশাসন উচ্ছেদ অভিযান করে সরকারি জায়গা পুনরুদ্ধার করে এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল।