শ্যামল সরকারঃ চাঁদপুরে ‘ফিরে চলো মাটির টানে, এসো উৎসবে মিলি একসাথে’ শ্লোগানে আয়োজিত শ্রোতার আসর ও পিঠা উৎসবে ছন্দ মিলিয়ে কবিতা শোনালেন ইউএনও সানজিদা শাহনাজ। চমৎকার উপস্থাপনার তার কন্ঠে কবিতা শুনে সকলে দারুন খুশি।
২৫ ডিসেম্বর রবিবার বিকালে লেডি দেহলভি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার এমন আয়োজনে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কবিতা পাঠ করেন।
অনুষ্ঠানে সম্পূর্ণ ফ্রি তে ২০টি স্টলে শতাধিক আইটেমের পিঠার আয়োজনেরও প্রশংসা করেন ইউএনও সানজিদা শাহনাজ। অনুষ্ঠানে শ্রোতাদের মনমুগ্ধকর গান পরিবেশন করে জয়ধ্বনি সঙ্গীত বিদ্যায়তনের সদস্যরা।
পিঠা উৎসব পরিষদের সদস্য আশিক খানের সঞ্চালনায় আহ্বায়ক তাপসি রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সাহিত্য ফোরামের আহ্বায়ক মাহবুবুর রহমান সেলিম, চাঁদপুর স্কাউটের সম্পাদক অজয় কুমার ভৌমিক,লেডি দেহলভি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলিয়াস মিয়া, সহকারী শিক্ষক সিরাজুল ইসলাম, বিজয়ী সংগঠনের প্রতিষ্ঠাতা ও অনুষ্ঠানের সদস্য সচিব তানিয়া ইসতিয়াক খান, বিজয়ীর সভাপতি খালেদা ইয়াসমিন রুবি, বিডি কারেন্ট নিউজ এর সম্পাদক ও প্রকাশক শেখ মহসিন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি ফারুক ভূঁইয়া, দপ্তর সম্পাদক রনজিত সাহা মুন্না প্রমূখ।