মোঃ আরিফুল ইসলামঃ অত্যান্ত উৎসবমুখর পরিবেশে পুলিশ সুপার হিসেবে চাঁদপুর জেলা পুলিশের দায়িত্ব নিলেন মোহাম্মদ সাইফুল ইসলাম।
২৭ জুলাই বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপার হিসেবে আনুষ্ঠানিকভাবে তাকে দায়িত্ব বুজিয়ে দেন সাবেক পুলিশ সুপার মিলন মাহমুদ। এসময় সাইফুল ইসলামকে পুলিশের কর্তাব্যাক্তিগণ ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।
একই সাথে পুনাক চাঁদপুরের সভানেত্রী হিসেবে নুরজাহান ইসলামকেও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন পুনাক চাঁদপুরের সাবেক সভানেত্রী ডা. আফসানা শর্মী।
এসময় চাঁদপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, রাশেদুল হক চৌধুরী, পংকজ কুমার দে, মোঃ ইয়াসির আরাফাত, সহকারি পুলিশ সুপার আবুল কালাম চৌধুরীসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
পরে নবাগত পুলিশ সুপার জেলা পুলিশের সকল উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কুশলাদি বিনিময় করেন।