মোঃ আরিফুল ইসলামঃ চাঁদপুর জেলা পোস্টাল ই, ডি, কর্মচারীগনের পক্ষ থেকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার বরাবর স্মারক লিপি প্রদান অনুষ্ঠান কর্মসুচি পালন করা হয়েছে। গ্রামীণ ডাক সেবার মান উন্নয়ন এবং রাজস্ব আয় বৃদ্ধির লক্ষ্যে, ডাক বিভাগের অবিভাগীয় (ই, ডি,) কর্মচারীদের, সরকারের নিকট পেশকৃত বর্তমান সন্মানি ভাতার চারগুণ বৃদ্ধি সহ ১৫ দপা দাবী বাস্তবায়ন করার লক্ষ্যে স্মারক লিপি প্রদান কর্মসুচি পালন করেন।
রবিবার দুপুর ২টায় জেলার প্রদান ডাকঘর চত্বরে এই কর্মসুচি পালন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পোস্টাল (ই, ডি,) কর্মচারী ইউনিয়ন চাঁদপুর জেলার সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতি ও প্রধান অতিথির বক্তব্যে জেলা সভাপতি এ বি এম হানিফ মাষ্টার বলেন বাংলাদেশ পেস্টাল ই, ডি, কর্মচারীদের সন্মানী ভাতা বৃদ্ধি সহ ১৫ দফা দাবী আদায়ের লক্ষ্যে আন্দোলন কর্মসুচি পলান করে আসছি । অনতিবিলম্ব ই, ডি, কর্মচারীদের দাবী বাস্তবায়নের জন্য সরকার ও ডাক বিভাগের প্রতি আমাদের এই দাবী মেনে নেওয়ার আকুল আবেদন জানাচ্ছি । দাবী আদায় না হলে শান্তিপূর্ণ আন্দোলন ও কর্মসুচির মাধ্যমে সকল পোস্টাল ই, ডি, কর্মচারীদের সঙ্গে নিয়ে আন্দোলন করে যাবো।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, ফরিদগঞ্জের খাজুরিয়া পোস্ট মাষ্টার আবুল কালাম, হাজীগঞ্জের রাজারগাঁও পোস্ট মাস্টার আবুল কালাম,মুলপারার পোস্ট মাস্টার মমিন সর্দার,হাজীগঞ্জ উপজেলা পোস্টাল কর্মচারি ইউনিয়ন সভাপতি আক্তারুজ্জামান বাবু, মতলবের সভাপতি আবু তাহের, ইচাপুরা পোস্ট মাস্টার আহমদ উল্ল্যাহ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে মৃত্যুবরণকারী কর্মচারীদের স্মরনে নিরবতা পালন করে দোয়া করেন।