১২ই সেপ্টেম্বর রোববার দুপুরে চাঁদপুর শহরের এলিট চাইনিজ রেষ্টুরেন্টে সীমিত পরিসরে এ সভা করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সন্ধানী লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব ইদ্রিস মিয়া তালুকদার।তিনি বলেন, সাধারণ গ্রাহকদের বিশ্বস্ততার শীর্ষে সন্ধানী লাইফ ইন্সুরেন্স। তাই গ্রাহকদের বিমা, ডিপিএস, এফডিয়ার করানোর পূর্বে তাদেরকে আমাদের সেবাসমূহের সম্পূর্ণ তথ্য অবহিত করবেন। কোনটা করলে তারা কি সুযোগ-সুবিধা পাবেন সেটা অবহিত করবেন। যাতে জেনে শুনে বুজে সবার বিশ্বস্ততায় মানুষ আমাদের গ্রাহক হয় সে ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। আমি আমাদের সহযোদ্ধাদের উত্তোরত্তর সফলতা ও সমৃদ্ধি কামনা করছি।
তিনি আরও বলেন, দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সন্ধানী লাইফ ইন্সুরেন্স। আমরা সম্পূর্ণ পেপারলেস ভাবে ডিজিটাল পদ্ধতিতে গ্রাহককে বীমা করার সুযোগ দিচ্ছি। এতে করে অ্যাপসের মাধ্যমে ঘরে বসেও গ্রাহকরা সন্ধানী লাইফ ইন্সুরেন্সের বীমা গ্রাহক হয়ে সকল সুযোগ সুবিধা গ্রহণ করতে পারবেন।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সন্ধানী লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেডের মহাব্যবস্থাপক মোঃ রাশেদুল ইসলাম। তিনি বলেন, যারা সন্ধানী লাইফ ইন্সুরেন্সে কাজ করছেন।তাদের সকল সুযোগ সুবিধা যাতে বৃদ্ধি করা যায় সেদিকগুলো আমরা নজরদারিতে রেখেছি।আপনারা সন্ধানী লাইফ ইন্সুরেন্সের সুনাম ধরে রেখে কাজ করে যান। আমরা আপনাদের পাশে আছি এবং থাকবো।