... বিস্তারিত
চাঁদপুরে প্রতিবন্ধী সেবা সাহায্য কেন্দ্রের ভ্রাম্যমাণ থেরাপি সেবা
অমরেশ দত্ত জয়ঃ মুজিববর্ষ উপলক্ষে প্রতিবন্ধী সেবা সাহায্য কেন্দ্র চাঁদপুর এর আয়োজনে মতলব উত্তরের এখলাছপুরে ভ্রাম্যমান থেরাপি সেবা ক্যাম্পিং করা হয়।
২২শে ডিসেম্বর মঙ্গলবার এই থেরাপি সেবা দেওয়া হয়।
এ ব্যপারে জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সুমন নন্দী জানান, এখলাছপুর ইউনিয়ন পরিষদের সার্বিক সহযোগিতায় হাশিমপুর, বকুলতলায় ভ্রাম্যমান মোবাইল থেরাপি ভ্যান ক্যাম্পিংয়ের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তি ও প্রতিবন্ধীতার ঝুঁকিতে থাকা ব্যক্তিদের বিনামূল্যে ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পীচ এন্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি, অটিজম আক্রান্ত শিশুদের স্বাভাবিক বিকাশে সহায়তা, সচেতনতা মূলক কার্যক্রমসহ বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়।
তিনি আরো জানান, বিএনএসবি চক্ষু হাসপাতাল থেকে প্রতিবন্ধী ব্যক্তিদের দৃষ্টি পরীক্ষা, প্রয়োজনীয় ঔষধ এবং চশমাও এই কার্যক্রমে বিতরণ করা হয়েছে।
এই ক্যাম্পিং কার্যক্রমের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে পরিকল্পনা মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব খোদেজা বেগম ছিলেন বলেও তিনি জানিয়েছেন।