নিজস্ব প্রতিনিধিঃ চাঁদপুর স্টেডিয়ামে শুরু হয়েছে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪- ২৫। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করে গনি মডেল উচ্চবিদ্যালয় ও আল আমিন স্কুল এন্ড কলেজের ক্রিকেট দল।
২৯ জানুয়ারি বুধবার সকালে টুর্নামেন্টের উদ্বোধন করেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ও চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপকমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান।
চাঁদপুরের ক্রীড়া সাংবাদিক অ্যাডভোকেট ইয়াসিন আরাফাত ইকরামের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক ক্রিকেটার ও ক্রীড়া সংগঠক মারজুক মুঈদ। টুর্নামেন্টের আয়োজনে রয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও সহযোগিতায় রয়েছেন চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থা।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা ক্রীড়া অফিসার রফিকুল ইসলাম, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট কোচ শামীম ফারুকী, সাবেক জাতীয় দলের ফুটবলার জাহাঙ্গীর গাজী, সাবেক ক্রিকেটার আলম, ক্রিকেটার মোরসালিন খান আম্পায়ার সোলেমান ও হিমু।
টুর্নামেন্টে অংশ নিয়েছেন চাঁদপুর জেলা শহরের ৪ টি বিদ্যালয়। বিদ্যালয় গুলো হচ্ছে হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়, আলামিন একাডেমী স্কুল এন্ড কলেজ, গনি মডেল উচ্চ বিদ্যালয় ও পুরান বাজার মধুসূদন উচ্চ বিদ্যালয় ক্রিকেট দল।