অমরেশ দত্ত জয়ঃ চাঁদপুরে প্রাথমিকের এবারের উদ্বৃত্ত বইগুলো নিয়ে চিন্তিত রয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা মেহের ইয়াসমিন।
১৩ এপ্রিল বৃহস্পতিবার জেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তার কার্যালয়ে গেলে তিনি এই চিন্তার কথা জানিয়েছেন।
তথ্যে দেখা যায়, পুরো চাঁদপুর জেলায় এখনো পর্যন্ত ৪র্থ শ্রেণীর ১৮ হাজার ৮শ’ ৬৪ এবং ৫ম শ্রেণীর ২২ হাজার ৬শ’ ৬২টি বই উদ্বৃত্ত রয়েছে। যা জেলার স্ব স্ব উপজেলায় পড়ে আছে। আর এতেই কপালে চিন্তার ভাজ পড়েছে জেলা প্রাথমিকের শীর্ষ এই কর্মকর্তার।
এক আলাপোনীতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা মেহের ইয়াসমিন বলেন, এখন সময়ের সাথে সাথে সব কিছু ডিজিটালাইজেশন হওয়ায় উদ্বৃত্ত বই খুব একটা থাকে না। তবুও যে বইগুলো উদ্বৃত্ত রয়েছে। সেগুলোর মধ্যে ৩য় শ্রেণীর উদ্বৃত্ত বইগুলো আমি শ্রীমঙ্গলে পাঠানোর ব্যবস্থা করেছি। এখন ৪র্থ ও ৫ম শ্রেণীর উদ্বৃত্ত যেই ৪১ হাজার ৫শ’ ২৬টি বই রয়েছে। সেগুলোর দ্রুত একটা ব্যবস্থা করার চিন্তা করছি।