অমরেশ দত্ত জয়ঃ চাঁদপুর শহরে প্রায় ৪ লক্ষ টাকা ব্যায়ে নির্মিত হচ্ছে জেলা প্রাথমিক শিক্ষা কার্যালের প্রবেশ দ্বারে পানি নিস্কাসনের ড্রেনেজ ব্যবস্থা। এই প্রকল্পটি বাস্তবায়ন করছে চাঁদপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।
সূত্র মতে, এই ড্রেনেজ ব্যবস্থাটি জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের পিডিপি-৪ প্রকল্পের আওতায় করা হচ্ছে।
এ বিষয়ে চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা বিষয়ক কর্মকর্তা মোঃ সাহাব উদ্দিন জানান, প্রায় সময়ই প্রবেশদ্বারে বৃষ্টির জন্য জলাবদ্ধতা সৃষ্টি হতো। ঠিকমতো দ্বায়িত্ব পালন করতে পারছিলামনা এ কার্যালয়টিতে। সামান্য বৃষ্টি হলেই কার্যালয়লের প্রবেশ দ্বারে জলাবদ্ধতায় হাঁটু পানি সৃষ্টি হতো। এ বিড়ম্বনাময় ভোগান্তি আমাদের দির্ঘ দিনের। তাই এই ড্রেনেজ ব্যাবস্থাটি তৈরি হওয়ায় আমাদের প্রাণের দাবিটিই যেন পূরন হচ্ছে।
এ বিষয় খোঁজ খবর নিতে গেলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী আবু মুসা মোহাম্মদ ফয়সাল জানান, এই ড্রেনেজ ব্যবস্থার কাজটি আমরা খুব সুন্দরভাবে করছি। ঐ কার্যালয়টির পানি নিষ্কাশন সমস্যাটি দীর্ঘ দিনের ছিলো। দ্রুত ড্রেনেজ ব্যবস্থার কাজটি শেষ করতে পারলে তাদের দির্ঘদিনের সমস্যা দূর হবে বলে আমি মনে করছি।