রিয়ন দেঃ চাঁদপুরে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ-২০২২ এর ফাইনালে পৌঁছে গেছে ভাই ভাই স্পোটিং ক্লাব।
১৬ জুলাই শনিবার বিকালে এ তথ্য জানিয়েছেন চাঁদপুর জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু।
তিনি জানান, টসে জিতে প্রথমে ব্যাট করে চাঁদপুর ক্লেমন ক্রিকেট একাডেমী। তারা ৩৬ ওভারে ৮৯ রানে অলআউট হয়ে যায়। পরবর্তীতে ভাই ভাই স্পোটিং ক্লাব ২০ ওভার ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ৯১ রান করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। ভাই ভাই স্পোটিং ক্লাবের সাইফুদ্দিন বাবু ৯ ওভারে ২ মেডেন নিয়ে ২৭ রান দিয়ে ৪ উইকেট পেয়ে ম্যান অব দ্যা ম্যাচ হয়। খেলায় অ্যাম্পেয়ারের দায়িত্বে ছিলেন ইসমাইল হোসেন ভুট্টু ও সোলাইমান রাজীব এবং ফোর্থ অ্যাম্পেয়ার ছিলেন জয়নাল আবেদীন।
এদিকে ১৭ জুলাই আবহানী ক্রিড়া চক্র ও চাঁদপুর ক্রিকেট কোচিং সেন্টার ২য় সেমিফাইনালে মুখোমুখি হবে। দুই সেমিফাইনাল বিজয়ী দল নিয়ে ১৯ জুলাই হচ্ছে ফাইনাল।
ফাইনালে জয়ের ব্যাপারে টিম পুরোপুরি প্রস্তুত জানিয়ে পুরানবাজার ভাই ভাই স্পোটিং ক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান খান বাদল বলেন, আমাদের টিমের খেলোয়াড়রা প্রচুর ঘাম ঝড়াচ্ছে। সবাই নিজেদের সেরাটা দিতে মুখিয়ে আছে। আশা করছি সবাই ঠিকঠাকভাবে মাঠে নিজেদের সেরাটা দিতে পারলে ফাইনালে জয় আমাদেরই হবে।