... বিস্তারিত
চাঁদপুরে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে আবাহনী
সজল চন্দ্র দাসঃ চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত বঙ্গবন্ধু কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের সপ্তম আসরের ফাইনালে উঠেছে আবাহনী ক্রীড়া চক্র।
তারা পুরাণবাজার ভাই ভাই স্পোর্টিং ক্লাবকে অনায়সে ৫১ রানে পরাজিত করে ফাইনালে উদয়ন ক্লাবের সঙ্গী হয়েছে ।
বুধবার(২ ডিসেম্বর )
চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত ২য় সেমিফাইনালে তারা সহজ জয় পায়।
এদিন টস জিতে প্রথমে ব্যাট করে আবাহনী ক্রীড়াচক্র ৮ উইকেটে ১৪৪ রান করে।
রাকিব ৪০ বলে ৫৭ রানের চমৎকার ইনিংস আবাহনীকে বড় স্কোরে নিয়ে যায়।এ ছাড়া ইউনুছ ২০ বলে ৩৫,সাব্বির ২২ বলে ২২ রান করে।
জবাবে ভাইভাই ক্লাব ১৯.২ ওভারে ৯২ রান তুলতেই তাদের ইনিংস গুটিয়ে যায়।
আলাউদ্দিন ২০,নকিব ২০ ও তোফায়েলেরর ১৬ রান ছিল তাদের উল্লেখযোগ্য।
আবাহনীর অলরাউন্ডার সাব্বির ৩,সুজন ৩ ও সবুজ ২ উইকেট পায়।
ভাইভাই ক্লাবের হয়ে ২ উইকেট নেন শাওন।
আম্পায়ার ছিলেন সঞ্জয় কর্মকার ও জয়নুল আবেদিন।
ফাইনালরর তারিখ নির্ধারিত হয়নি।আগামীর যেকোনো দিন আবাহনী ক্রীড়া চক্র ও উদয়ন ক্লাব এর মধ্যকার শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে বলে জানা যায়।
জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বঙ্গবন্ধুর নামে এই টুর্নামেন্ট হচ্ছে সপ্তম আসর। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে এবার টুর্নামেন্টের আয়োজন ছিল বলে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু জানিয়েছেন।
এবারের টুর্নামেন্টে অংশ নিয়েছিল ৬টি দল অংশ নেয়। দলগুলো হচ্ছে : আবাহনী ক্রীড়া চক্র, শেখ রাসেল ক্রীড়া চক্র, ভাই ভাই স্পোর্টিং ক্লাব, উদয়ন ক্লাব, পূর্ব শ্রীরামদী ক্লাব ও তালতলা স্পোর্টিং ক্লাব।