... বিস্তারিত
চাঁদপুরে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে উদয়ন ক্লাব
সজল চন্দ্র দাসঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত বঙ্গবন্ধু কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট-২০২০ এর ফাইনালে উঠেছে নতুন বাজার উদয়ন ক্লাব। মঙ্গলবার(১ ডিসেম্বর )
চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে তারা ৫৭ রানে শেখ রাসেল ক্রীড়া চক্রকে পরাজিত করে।
উদয়ন ক্লাব প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে করে ১৫৯ রান।
মেহেদী ২৪ বলে ৬২,রাফি ৪৫ বলে ৪৩ ও বাবু ৩১ বলে ৩৭ রান করে।
জবাবে শেখ রাসেল ক্রীড়া চক্র ১৬.৩ ওভারে ১০২ রানে অল আউট হয়। রানা ২২,জিসানের ২২ রান ছিল উল্লেখযোগ্য।
উদয়নের রিয়াদ ৪ ওভার বল করে মাত্র ৪ রান দিয়ে নেন ৩ উইকেট।অপরদিকে শেখ রাসেলের মাসুদ পায় ২ উইকেট।
২ ডিসেম্বর বুধবার আবাহনী ক্রীড়া চক্র ও ভাইভাই স্পোটিং ক্লাবের মধ্যকার ২য় সেমিফাইনালে যে দল জিতবে উদয়নের সঙ্গি হবে ফাইনালে।
জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এই টুর্নামেন্ট হচ্ছে সপ্তম আসর। এবারের টুর্নামেন্টে অংশ নিয়েছিল ৬টি দল অংশ নেয়। দলগুলো হচ্ছে : আবাহনী ক্রীড়া চক্র, শেখ রাসেল ক্রীড়া চক্র, ভাই ভাই স্পোর্টিং ক্লাব, উদয়ন ক্লাব, পূর্ব শ্রীরামদী ক্লাব ও তালতলা স্পোর্টিং ক্লাব।