মোঃ আরিফুল ইসলামঃ চাঁদপুরে জেলা প্রশাসনের আয়োজনে বঙ্গালীর প্রাণের উৎসব বংলা নববর্ষ -১৪৩০ যথাযথ মর্যাদায় উদযাপিত হয়।
শুক্রবার ১৪ এপ্রিল সকালে চাঁদপুর প্রেসক্লাব সংলগ্ন ডাকাতিয়া নদীর পাড়ে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে এই অনুষ্ঠান পালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসান। অতিরিক্ত জেলা প্রশাসক ইমতিয়াজ হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম(বার), জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ, পুরান বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার প্রমুখ।
বাংলা নববর্ষ ১৪৩০ বর্ষবরন উৎসবের মধ্যে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, লোকজ মেলার আয়োজন এবং লোকজ খেলার মাধ্যমে দিনটিকে উদযাপন করা হয়।
সবশেষে আয়োজিত লোকজ খেলা এবং বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়।