স্টাফ রিপোর্টারঃ আর্ত মানবতার সেবায় কাজ করা চাঁদপুর বিষ্ণুদী মানব কল্যাণ সংগঠন অন্যান্য বারের মতো এবারও অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে। সোমবার বিকালে সংগঠনটির কার্যালয়ে আলু, চিড়া, মুড়ি, পেয়াজ, চিনি, খেজুর, ছোলাবুটসহ নিত্য প্রয়োজনীয় ব্যাগ ভর্তি পণ্য তারা অসহায়দের হাতে তুলে দেন। এতে খুশি উপকারভোগীরা।
সংগঠনটির উপদেষ্টা অ্যাড. সেলিম আকবর, যুগ্ম আহ্বায়ক সজিব মৃধা, সদস্য সচিব অ্যাড. বদরুল আলম চৌধুরীসহ অন্যন্যরা বলেন, বিগত সময়েও এই সংগঠন বৃক্ষ রোপন, রক্ত পরীক্ষা,শীতবস্ত্র বিতরণসহ নানাবিধ কর্মকান্ড করেছে। আর তাই মানবিক এমন নানা উদ্যোগের ধারাবাহিকতা রাখতে আমরা সকলের দোয়া চাইছি।
এসময় অসহায়দের হাতে আনুষ্ঠানিকভাবে ইফতার সামগ্রী বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌরসভার প্যাণেল মেয়র অ্যাড. হেলাল হোসাইন। তিনি বলেন, মানবিক যেকোন উদ্যোগে আমি এই সংগঠনের পাশে আছি। আমি সবার কাছে দোয়া চাই যাতে সবসময় মানুষের সেবক হয়ে কাজ করে যেতে পারি।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর বিঞ্চুদী মানব কল্যান সংগঠনের উপদেষ্টা অ্যাড. শেখ জহিরুল ইসলাম, ব্যবসায়ী এম এ খালেক মিয়াজি, সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম খান, যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন বিপ্লব, সালেহ আহমেদ, নুর আলম মৃধা, আজিজ ঢালি, কাউছার চকিদার, সদস্য শহিন কবির মিজি, মহিউদ্দিন খন্দকার মিঠু, আলমগীর মোল্লা, বিল্লাল হাজি,মারুফ বকাউলসহ অন্যান্যরা।