... বিস্তারিত
চাঁদপুরে বেঁচে থাকার নিরাপত্তা চেয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্মকর্তার প্রেস ব্রিফিং
অমরেশ দত্ত জয়ঃ নিজেদের জীবনের নিরাপত্তা চেয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুরের কর্মকর্তাগণ সকলের সহযোগিতা কামনা করে প্রেস ব্রিফিং করেছেন।
৬ই ডিসেম্বর রোববার তাদের কার্যালয়ে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে তারা এ প্রেস ব্রিফিং করেন।
এতে সকলের পক্ষে বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক এ কে এম দিদারুল আলম। তিনি বলেন, ৫ই ডিসেম্বর শনিবার সকালে ৪’শ ২০ পিচ ইয়াবাসহ মো. জহির মিজি(৩৪) নামের এক আসামীকে গ্রেফতার করি।পরে তাকে থানা হেফাজতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। ঐ সময়ে ওই আসামী জহির প্রকাশ্যে নিজেকে চান্দ্রা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য দাবী করেন। সেই সাথে সে কৌশিক নামে জনৈক এক সাংবাদিক ব্যক্তির সাথে তার ভাইয়ের মতো সম্পর্ক রয়েছে বলে জানায়। যাকে দিয়ে লেখিয়ে চাঁদপুর হতে আমাদের সব কর্মকর্তাদের বিদায় করবেন।
তিনি আরো বলেন, যেই সাংবাদিকের নাম বলেছেন। তিনিও এর পূর্বে ৫০ হাজার পিচ ইয়াবাসহ গ্রেফতার হয়েছেন বলে আমাদের কাছে খবর রয়েছে। এছাড়াও ওই আসামী জহির আমাদের সকল অফিসারদের জামিনে বের হওয়ার পর প্রাণে মেরে ফেলার হুমকি-ধমকি দিয়েছেন। এ ধরণের নানান হুমকি-ধমকি ও প্রাণ সংশয় দেখা দেওয়ায় প্রেস ব্রিফিং করে সংশ্লিষ্টদের নিকট জীবনের নিরাপত্তা চাইছি। এর আগে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপুর সদর মডেল থানায় সাধারণ ডায়েরি করেছি। জিডি নং-২৭৮। তারিখ ০৫-১২-২০২০ইং।
এ. কে. এম দিদারুল আলম আরো বলেন, চাঁদপুর সদরের চান্দ্রা ইউনিয়নে বিকাশের ব্যবসার আড়ালে সুকৌশলে ইয়াবা বিক্রি করতো মোঃ জহির মিজি(৩৪)। তার সিন্ডিকেট চক্র তাকে সার্বক্ষণিক মাদক ব্যবসা পরিচালনা করতে সহযোগিতা করতো। সব রকমের তথ্যের ভিত্তিতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করি। এরপর তার দেহ তল্লাশি করে ৪’শ ২০ পিস ইয়াবাসহ সঙ্গীয় ফোর্সসহ আমরা ৫ই ডিসেম্বর শনিবার সকাল সাড়ে ১০ টায় দক্ষিণ বালিয়া গ্রামস্থ লিটন শেখের বাড়ির পশ্চিম পার্শ্বে রাস্তার উপর থেকে তাকে ইয়াবাসহ গ্রেফতার করি।
দিদারুল আলম আরো জানান, আসামী জহির মিজির পিতা হচ্ছেন মো. মোক্তার আহম্মদ মিজি। আমরা আসামীর বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় একটি নিয়মিত মাদক মামলা করেছি।মামলা নং-১৩। তারিখ-০৫-১২-২০। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুরের পরিদর্শক বাপন সেন ও উপ-পরিদর্শক মজিবুর রহমানসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।