স্টাফ রিপোর্টারঃ যথাযোগ্য মর্যাদায় চাঁদপুরে সনাতনী ভক্তসমাগমে রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
২০ জুন মঙ্গলবার বিকালে একে একে পুরানবাজার জগন্নাথ মন্দির ও ঘোষপাড়ার ইসকনের গোবিন্দ মন্দিরের উদ্যোগে এই রথযাত্রা শুরু হয়।
এরপর নতুনবাজারে গোপাল জিউর আখড়ার উদ্যোগে রথযাত্রা হয়। জগন্নাথ,বলরাম ও শুভদ্রাকে নিয়ে এই রথ সনাতনী ভক্তরা দড়ি টেনে শহর প্রদক্ষিণ করায়।
এই রথযাত্রা লোহারপুলে আনুষ্ঠানিক উদ্বোধন করেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়।
এসময় চাঁদপুর সদর মডেল থানার ওসি আব্দুর রশীদ এবং পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি নেপাল সাহা ও সাধারণ সম্পাদক সুমন সরকার জয়ের সার্বিক তত্ত্বাবধানে পূজা উদযাপন পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ রথ টানায় সুশৃঙ্খলতা বজায় রাখেন।
এসময় জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সহ সভাপতি নরেন্দ্র নারায়ণ চক্রবর্তী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি এডভোকেট বিনয় ভুষন মজুমদার, জেলা পুজা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র সাহা, জেলা জন্মাষ্টমী পরিষদের সভাপতি পরেশ চন্দ্র মালাকার, সাধারণ সম্পাদক কার্তিক সরকার, চাঁদপুর জেলা ইসকনের সভাপতি জগদানন্দ দাস ব্রহ্মচারী, পুরানবাজার হরিসভার জগন্নাথ মন্দিরের অধ্যক্ষ বিশাল দাস, জেলা পূজা পরিষদের সাংগঠনিক সম্পাদক লিটন সাহা, দপ্তর সম্পাদক রনজিৎ সাহা মুন্না, সমাজ কল্যাণ সম্পাদক লিটন মজুমদার,জেলা পূজা উদযাপন পরিষদের নেতা তাপস রায়, জুয়েল কান্তি নন্দু, সুকান্ত দে প্রমূখ।
পরে বিভিন্ন মন্দির থেকে বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দ রথযাত্রা নিয়ে শহর প্রদক্ষিণ করে কালি বাড়ি মন্দির ও গোপাল জিউর আখরায় অবস্থান করেন। আগামী ৭ দিন ব্যাপী উভয় মন্দিরে বিভিন্ন পাঠ পূজা ও আরথী কীর্ত্তণ অনুষ্ঠিত হবে।